দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

‘আমি আমার কোনো আদেশ নিয়ে আলোচনা করি না’; রাশিয়ায় হামলা প্রসঙ্গে জেলেনস্কি

রাশিয়ার বেলগোরোদ শহরের জ্বালানি ডিপোতে হামলায় ইউক্রেনের বাহিনী জড়িত কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন নেটওয়ার্ক ফক্স নিউজকে জেলেনস্কি বলেছেন, আমি দুঃখিত, আমি কমান্ডার ইন চিফ হিসাবে আমার কোনো আদেশ নিয়ে আলোচনা করি না।

প্রসঙ্গত, শুক্রবার রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের গুদামে ইউক্রেন বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করেন দেশটির আঞ্চলিক গভর্নর। যা ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। তিনি বলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী শহরে দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে কয়েক দফা হামলা চালানো হয়। এর পরপরই আগুন ধরে যায় ৮টি জ্বালানি ট্যাংকে। আরও কয়েকটি ট্যাংকে আগুন ছড়িয়ে পাড়ার শঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাকিদের। তবে হামলাকে ভালোভাবে দেখছে না ক্রেমলিন। তাদের অভিযোগ, এ ধরনের হামলায় ভবিষ্যতের শান্তি আলোচনা নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad