
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীর এক সাংবাদিককে নানা কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন এবং অপমানজনক ও মানহানিকর স্ট্যাটার্স দেওয়ার অভিযোগে টি.এম তুহিন ওরফে তুহিন ফকিরকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গৌরনদী প্রেসকাবের আহ্বায়ক ও মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি এবং গোরক্ষডোবা গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন মিয়া (৫১) বাদি হয়ে এ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক অভিযোগটি আমলে নিায়ে গৌরনদী থানার ওসিকে তদন্ত করে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। টিএম তুহিন “এখনই সময়” নামের একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক।
নালিশী অভিযোগে উল্লেখ বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ৮ মে ও ৯ মে অশালীন, কটুক্তিপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত পোস্ট দিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তার পরিবার এবং এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন এবং অবমাননাকর ও মানহানিকর মন্তব্য করেন। গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অভিযুক্ত তুহিন ফকির ফেসবুকে একাধিক পোস্টে গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার চালান। একইসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা ওই মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে কুক বলেও আক্রমণ করেন। যা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর।
বাদী পক্ষের আইনজীবি এইচএম মিজানুর রহমান পিকু বলেন, সাইবার নিরাপ্ততা আইনের ২০২৩ এর ২৫(১)(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক নালিশী অভিযোগটি আমলে নিায়ে গৌরনদী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। সাইবার পিটিশন মামলা নং ৮১/২৫।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ