দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তার ও চাঁদা উত্তোলন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে হিজড়াদের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষ থেকেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহতদের ও স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে চাঁদা উত্তোলনের দায়িত্ব দাবি করে আসছিলেন রিনা হিজড়ার দল। অপরদিকে, পায়েল হিজড়ার দলের দাবি। তারা বাকাল, বাগধা ও গৈলা ইউনিয়নে চাঁদা উত্তোলন করবেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পায়েল হিজড়ার দল বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় একটি পূজা অনুষ্ঠানে অংশ নিতে গেলে রিনা হিজড়ার দল তাদের বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে রিনা হিজড়া, শাহীনুর, ফিরকী, শাহনাজসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পায়েল হিজড়া অভিযোগ করে বলেন, আগে আমরা যার যার এলাকায় কাজ করতাম। কিন্তু ৫ আগস্টের পর থেকে কেউই সে নিয়ম মানছে না। অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের ঢোল কেড়ে নিয়ে মারধর করে রিনা হিজড়ার দল।

অন্যদিকে রিনা হিজড়া বলেন, বাকাল ইউনিয়ন আমার নিয়ন্ত্রণাধীন এলাকা। সেখানে পায়েল হিজড়ার দল আসায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, হিজড়াদের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানার এসআই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad