
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন সাব্বির সরদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের এক প্রান্তিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা ইসহাক সরদারের ছোট ছেলে সাব্বির সরদার মাত্র এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান। সেখানে দাম্মাম শহরের একটি প্রাইভেট অফিসে কর্মরত ছিলেন তিনি। গত ১৩ মে বিকেলে অফিস শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সাব্বির। পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই তিনি মারা যান।
সাব্বির ছিলেন দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তাঁর পরিবার জানায়, সাব্বিরের পাঠানো অর্থেই চলত সংসার, ছোট ভাইয়ের পড়াশোনাও। এখন তার মৃত্যুর খবর যেন সবকিছু স্তব্ধ করে দিয়েছে।
তার বড় ভাই রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাব্বিরের স্বপ্ন ছিল আমাদের ঘরের টিন বদলে পাকা ঘর করবে। নিজে কিছু না খেয়ে টাকা পাঠাতো। এখন আমাদের কাছে শুধু লাশটাই ফেরত চাই।
সাব্বিরের লাশ দেশে ফেরত আনার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় উদ্বিগ্ন পরিবার। তাঁরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ
গৌরনদীতে সাংবাদিকের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা