
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল বরিশালের গৌরনদীতে ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার সকালে আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায় অনেকটা নিরবে রাষ্ট্রদূত কেভিন রান্ডাল সফর সঙ্গীদের নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। এসময়
তাকে ফুলের শুভেচ্ছা জানান চার্চের ফাদার ফ্রান্সিস লিটন গোমেজ। পরে চার্চের আশ্রম ও সিস্টারদের বাসস্থান পরিদর্শন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহন করেন
এ রাষ্ট্রদূত। একইদিন আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে পিএমএস
ইউএসএ’র জাতীয় পরিচালক মনস রজার জোসেফ ল্যান্ডি, নুনসিও’র সেক্রেটারি ফাদার বেলিসারিও সিরো মন্টোয়া, ভিয়েতনামের ফাদার ট্রাই ট্যাং ফাম সহ অন্যান্য অতিথিরা
উপস্থিত ছিলেন।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ