দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

সাহিন ইসলাম (স্টাফ রিপোর্টার )

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। রমজানের কারণে একটু দেরিতে হলেও উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস,গতকাল প্রিটোরিয়ার কান্ট্রি ক্লাবে হয় এই অনুষ্ঠান,অনুষ্ঠানে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব এশিয়া ও ওশানিয়ার চিফ ডিরেক্টর মিসেস ঠান্ডিওয়ে ফাদানে।

এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। পাশাপাশি ঢাকায় দক্ষিণ আফ্রিকার দূতাবাস খোলার জন্য অনুরোধ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ অনেক ভালো করছে। দুই দেশের মধ্যে বানিজ্যিক অগ্রগতি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার বানিজ্যিক পরিধি ৭ বিলিয়ন ছাড়িয়েছে।।

অনুষ্ঠানে কথা বলেন প্রধান অতিথি মিসেস ফাদানে। তিনি এসময় বলেন, শ্রীলঙ্কা দূতাবাস বাংলাদেশকে কন্স্যুলেট সেবা দিয়ে আসছে। তবে আমরা জানি, এইটি দূতাবাসের জন্য কষ্টসাধ্য। একইসাথে বাংলাদেশীরাও ভোগান্তি পোহাচ্ছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার টেবিলে তুলে ধরবেন বলে জানান তিনি।।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তাদের পরিবার ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad