
রাজাপুর (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালি নদীর পাশে একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের গুড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হাওলাদার বাড়ির সামনে একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিআইডি দল পরিচয় শনাক্তে কাজ করছে।
এদিকে অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই এ ঘটনাকে রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ