দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

১২১ বছরের গরমের রেকর্ড ভাঙল ভারত

১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস দেখেছে ভারত। ১২১ বছরের ইতিহাসে ভারতে উষ্ণতম মাস ছিল মার্চ। আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে আরও জানা গেছে, স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ২০২২-এর মার্চে।

এর আগে জানুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের একাংশের অনুমান, উষ্ণতার নয়া রেকর্ড গড়তে পারে ২০২২ সালে।

চলতি বছরের শুরুতে কম বৃষ্টি হয়েছে ভারতে। দেশটির আবহাওয়া অফিস বলছে, দেশজুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দুবার। এ বার মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮ দশমিক ৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮ দশমিক ৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে ৭ দশমিক ২ মিলিমিটার।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad