দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগামী দিনে সাংবাদিক এম এ কাদের’কে জনসেবায় সদস্য হিসেবে চাচ্ছেন শিমূলঘর গ্রামবাসী।

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
সাংবাদিক এম এ কাদের এর সংক্ষিপ্ত পরিচিত :
সাংবাদিক এম এ কাদের সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ০৫নং ওয়ার্ড শিমুলঘর গ্রামের হাজী মোঃ গাজীউর রহমানের সন্তান। তিনি দীর্ঘ বছর যাবত মানবাধিকার কর্মী ও সাংবাদিক হিসেবে সমাজের ঘটে যাও অসংখ্য কর্মকান্ডের সব দিক তুলে ধরার মাধ্যমে সমাজ সেবা করে আসছেন। মাধবপুর উপজেলায় দেশ স্বাধীনের পর সর্ব প্রথম সেটেলাইট টিভি’র (মাইটিভি) প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালনের মাধ্যমে সেবা করেছেন। বর্তমানেও তিনি মুভি বাংলা টিভি’র প্রতিনিধি হিসেবে সততার সাথে গ্রামগঞ্জের অসংখ্য জন সেবামূলক কার্যক্রমে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে। নিজ উপজেলায় মাধবপুর প্রেসক্লাবের পর ২য় সংগঠন ২০১৫ সালে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পর থেকে অত্র সংগঠন সাধারণ সম্পাদক হিসেবে ২৮শে ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২৯শে ডিসেম্বর ২০২৩ইং হতে অদ্য পর্যন্ত মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে সম্মানের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
মাতৃভূমির ভালবাসার বন্ধনে সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিগন আগামী স্হানীয় সরকার নির্বাচনে সাংবাদিক এম এ কাদের’কে ১০নং ছাতিয়াইন ইউপির ০৫নং ওয়ার্ড শিমূলঘর গ্রামের অভিভাবক হিসেবে চাচ্ছেন। এবিষয়ে সাংবাদিক এম এ কাদের সাহেবের সাথে যোগাযোগ করে উনার মতামত জানতে চাইলে তিনি বলেন, মাবন সেবা করা আমার নেশা, সাংবাদিকতার আমার পেশা। আমার গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর সর্বপুরি সেবা বঞ্চিত লোকদের নিয়ে মাঝে মাঝে আমার বিবেকের তারনায় একটা কিছু করার মন মানুষিকতা তৈরী হয়। কিন্তুক কিছু কিছু বাধার কারণে সম্ভব হয় না। তবে এলাকাবাসী যদি সতস্পুর্ত ভাবে আমাকে তাদের সেবা করার সুযোগ তৈরি করে দেয়, আমি সেবা করতে প্রস্তুত রয়েছি। তবে আমি হেরে যাওয়া’টা পছন্দ করি না। যে কোন সেবা মূলক কাজে হেরে যাওয়া’টা আমি মেনে নিতে পারি না। সর্বশেষে আমি আমার নৈতিক অবস্থান থেকে আমি মানবতার সেবা মূলক কাজে নিজে’কে বিলিয়ে দিতে চাই মৃত্যুর আগ মহূর্ত পর্যন্ত।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad