
সিফাত হোসেন সাগর,গৌরনদী প্রতিনিধি।
আজ ৫ই মে। দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ আজই সাংবাদিক, গীতিকার, সুরকার ও সমাজসেবক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলালের শুভ জন্মদিন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র প্রতিনিধি এবং দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গৌরনদী উপজেলার এই গর্বিত সন্তান দক্ষিণ বাংলার সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম। পেশাগত জীবনে সততা, সাহস ও ন্যায়ের প্রতীক এই মানুষটি সাংবাদিকতা শুরু করেন একজন জুনিয়র রিপোর্টার হিসেবে। অল্প সময়ের মধ্যেই তার কর্মদক্ষতা, নিষ্ঠা ও সত্য বলার দৃঢ় অবস্থানের কারণে তিনি হয়ে উঠেছেন গণমাধ্যমের একটি পরিচিত মুখ।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সৃষ্টিশীল গীতিকার ও সুরকার হিসেবেও সুপরিচিত। গজল কিংবা যে কোনো বিষয়ের গান রচনায় তার দক্ষতা অনন্য। তার কণ্ঠে আযানের সুরে বিমুগ্ধ হয়েছেন বহু শ্রেণি-পেশার মানুষ।সমাজসেবায়ও রয়েছে তার প্রশংসনীয় ভূমিকা। জনপ্রিয় মুখ, নির্ভীক কণ্ঠ ও মানবিক হৃদয়ের অধিকারী সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলাল সত্যের পক্ষে আপসহীন। কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি, করেন না।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আমরা সবাই তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আরও সাফল্য কামনা করি।
More Stories
গৌরনদীতে আল মদিনা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন।
গৌরনদীর তাঁরাকুপি-কটকস্থল নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
গৌরনদীর গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা