
গৌরনদী প্রতিনিধি:
বিশিষ্ট মরহুম সাংবাদিক শাহিন আলমের অকাল মৃত্যুতে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ভোরের ঠিকানা পত্রিকায় আয়োজনে মরহুম শাহিন আলমের নিজ বাড়ি জৈন্তাপুর উপজেলার শেওলার টুক গ্রামে শুক্রবার জুম্মা বাদ বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মাই টিভি গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাই টিভি’র গৈয়াইনঘাট প্রতিনিধি সানোয়ার হোসেন হুমায়ন, বাংলা টিভি’র জৈন্তাপুর-গৈয়াইনঘাট প্রতিনিধি দুলাল হোসেন রাজু, চ্যানেল এস’র প্রতিনিধি সালমান শাহ, দৈনিক ভোরের ঠিকানা’র বাতার্ সম্পাদক সৈয়দ মো. সাকিবুল্লাহ বিলাল, হবিগঞ্জ প্রতিনিধি নারায়ন সরকার। জয় টিভি’র স্থানীয় প্রতিনিধি শাকির আহম্মেদের পরিচালনায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন
মরহুম শাহিন আলমের পিতা আকবর আলী মিয়া, তরুন সমাজ সেবক সিফাত আহম্মেদ সহ অন্যান্যরা। শেষে মরহুম শাহিন আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসরাক আলী।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত