দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন দােকানসহ খাদে । নিহত-১ \ আহত-৬

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রাজীব ইসলাম তারীম:
বরিশালের গৌরনদীতে বরগুনাগামী শ্রাবনী পরিবহনের বেপরােয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আটাে ভ্যানকে ধাক্কা দিয়ে দােকান ঘরের ভেতরে ঢুকে খাদে পড়ে। এতে ভ্যানের যাত্রী সাইদুল হাওলাদার (৩৭) নিহত এবং নারী-শিশুসহ বাস ও ভ্যানের ৬ যাত্রী আহত হয়েছ। শনিবার বেলা ১১ টায় গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় নিলখােলা নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ভ্যান চালক। নিহত সাইদুল উপজেলার ধানডােবা গ্রামের দেলায়ার হাওলাদারের পুত্র ।আহত বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগরীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে শ্রাবনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে শনিবার সকাল ৮টার দিকে বরগুনার উদ্দশ্য রওনা দেয়। পথিমধ্যে বাসটি বেপরায়া গতিতে গৌরনদীর সুন্দরদী এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে নিলখােলা নামকস্থানে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দােকান ঘরের ভেতরে ঢুকে খাদে পড়ে। এতে ভ্যানের চালকসহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবরপেয় গৌরনদী ফায়ার ষ্টশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত ঘােষনা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মােঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad