দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে বিদ্যালয় মাঠে  অবৈধ মেলার স্টল গুড়িয়ে দিল প্রশাসন

রাজীব ইসলাম তারীম:
প্রশাসনের বিনা অনুমতিতেই বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেলায় অধিাকংশ স্টলে পণ্য সামগ্রী বেচাকেনা করে আসছিল আয়োজকরা। ও স্টল সরিয়ে নিয়েছে মেলার আায়োজকরা। ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যোগসাজশে একটি প্রভাবশালী মহলের (মেলার আয়োজকরা) বিরুদ্ধে বিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ মাঠ দখল করে গত ২/৩ সপ্তাহ ধরে মেলা চালানোর অভিযোগ উঠেছিল। এতে শিক্ষার্থীদের চলাফেরা, পাঠদান ও খেলাধূলাসহ শিক্ষার পরিবেশ চরম ভাবে ব্যাহত হয়েচ্ছিল। সংবাদ সংগ্রহের পর সাংবাদিকরা এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের বক্তব্য চাইলে টনক নড়ে প্রশাসনের। সোমবার রাতেই উপজেলা প্রশাসন এস্কেভেটার ও রোলার মেশিন দিয়ে গুড়িয়ে দেয় অবৈধ মেলার স্টলগুলো।
সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, দর্শনার্থী ও স্টল মালিকদের সাথে কথা বলে জানাগেছে, মেলার প্রধান আয়োজক আজগর সরদার স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দুই তৃতীয়াংশ মাঠের ভেতর চারদিকে টিনের বেড়া দিয়ে ৬৮টি স্টল ও একটি নাগরদোলা নির্মাণ করেন। এরপর প্রতিটি স্টল বরাদ্দের জন্য ৫০ হাজার টাকা নির্ধারন করেন। ধার্য্যকুত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্টল মালিকরা ৪০/৫০টি স্টলে মালামাল (পন্য সামগ্রী) তুলে গত ২/৩ সপ্তাহ ধরে বেচাকেনা করে আসছিলেন। ওই সরকারি বিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে দিন-রাত স্টলগুলোতে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। ওই বিদ্যালয়সহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২/৩’শ শিক্ষার্থীকে ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
মায়ের দোয়া কসমেটিক্স স্টলের মালিক মো, সোহাগ হোসেন সরদার বলেন, মেলার প্রধান আয়োজকে দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে আমি মেলায় তিনটি স্টল বরাদ্দ নিয়েছি। বরাদ্দকৃত ৩টি স্টলে মালামাল (পণ্য সামগ্রী) উটিয়ে গত ২০ দিন ধরে বেচাকেনা করে আসছি। প্রশাসনের অনুমতি পেলে মেলায় বেশি লোকজন আসতো ও প্রতিদিন ৫০/৬০ হাজার টাকা বেচাকেনা হতো। এখন ৩/৪ হাজার টাকা বিক্রি করে যা লাভ পাই, তা থেকে ষ্টাফদের খরচ দিয়ে লসে আছি। তিনি আরো বলেন, বেশীর ভাগ শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে মেলায় ঘুরতে আসে। এতে শিক্ষার্থীদের পড়াশুনা নষ্ট হচ্ছে।
দর্শনার্থী আগৈলঝাড়া আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্র হুদয় হোসেন, তামিম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলায় ঘুরতে এসে দেখি মেলা ভাল ভাবে জমে উঠেনি। তাই ঘুরে ঘুরে স্টলগুলো ও দর্শনার্থীদের দেখছি। গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাভি রহমান জানায়, ক্লাসের স্যারকে না বলে মেলায় ঘুরতে এসেছে।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই অধিকাংশ স্টলে পন্য সামগ্রী তুলে বেচাকেনা করার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্লাহ্ অভিযোগ অস্বীকার করে বলেন, মেলার প্রধান আয়োজক আজগর সরদার স্কুল মাঠো মেলার করার অনুমতি চাইলে আমি শিক্ষকদের সাথে পরামর্শ করে তাকে মৌখিক অনুমতি দিলে সে (আজগর) গত ১৬ আক্টোবর বিদ্যালয় মাঠের ভেতর টিনের বেড়া দেওয়ার ও স্টল নির্মাণ কাজ গুরু করেন। গত এক মাসেও প্রশাসনের অনুমতি আনতে না পারায় তাকে মেলার স্টল ভেঙ্গে নিতে বললে টালবাহানা করে আসছিল। এরপর থানায় সাধারন ডায়রি ও মেলার প্রধান আয়োজনকে নোটিশ প্রদান করেছি। সোমবার রাত ১০টার দিকে ইউএনও এস্কেভেটার ও রোলার নিয়ে আসার পূর্বেই স্টল মালিকরা স্টলের পণ্য সামগ্রী সরিয়ে ফেলে। এস্কেভেটারটি দিয়ে অবৈধ স্টল ও টিনের প্রচীর ভাঙ্গা শুরু করেন। এ সময় এস্কেভেটার অকেজো হয়ে পড়লে আযোজকরা রাতের মধ্যেই টিনের প্রচীর, কাঠ ও টিন দিয়ে নির্মিত স্টলগুলো ভেঙ্গে ফেলে। এরপর নসিমন ও ভ্যান যোগে মঙ্গলবার ভোর থেকে প্যান্ডেলের ভাঙ্গা মালামাল নিয়ে যায় আয়োজকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ্ খান বলেন, অবৈধ ভাবে স্কুল মাঠ দখল করে স্টল নির্মাণের খবর পেয়ে সোমবার রাতে স্টলগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad