
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মৎস্য কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াই জাটকা ইলিশ অভিযানের নামে গভীর রাতে দূরপাল্লার বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের কয়েকজন সদস্য ও ২/৩ জন কথিত সংবাদকর্মীকের বিরুদ্ধে।
তথ্য সুত্রে জানাগেছে, গত ৮ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ইল্লা নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। দাবিকৃত চাঁদা না পেয়ে দুরপারøার একটি বাস থেকে প্রায় ৩ মন জাটকা ও পোয়া মাছ নামিয়ে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার মাধ্যমে এতিমখানায় বিতরণ করে চাাঁদাবাজির বিষয়টি ধামাচাপা দেওয়ার হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানিয় চেয়ারম্যান এবং গাড়ির সুপার ভাইজার অভিযোগ করে বলেন, ওইদিন রাতে কয়েকজন পুলিশ সদস্য ও কতিপয় সংবাদকর্মী পরিবহন থামিয়ে তাদের কাছ থেকে ৪হাজার টাকা হাতিয়ে নেয়। মুন পরিবহন, ইতি পরিবহন, যমুনা ডিলাক্স, ভাই ভাই পরিবহনসহ বেশ কয়েকটি গাড়ি থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এসব গাড়ির কতৃপক্ষ।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ্ খান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর