দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

রমজানে সময়সূচি নির্ধারণ হলো দেশের সব আদালতের

পবিত্র রমজান উপলক্ষে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং দেশের সব অধস্তন আদালতের। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। তবে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৪৫ মিনিটের যোহরের নামাজের বিরতি থাকবে।

অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের যোহরের নামাজের বিরতি থাকবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad