দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

ঘোষণা করা হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগের তারিখ

দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে প্রথম ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ। আগামী ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঈদের পরে।

বুধবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সাথে এক ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ সিদ্ধান্ত দিয়েছেন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। আগামী ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, এটিই চূড়ান্ত নয়। আর পরবর্তী ধাপের পরীক্ষা ঈদের পর হতে পারে।

এর আগে, গত ১৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।

এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad