দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক বিক্রেতা গ্রেফতার

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক বিক্রেতা গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের গৌরনদী উপজেলায় র‌্যাবের অভিযান নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের প্রধানিয়া এলাকার নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার কুঠিঝুড়ি এলাকার নুরু মিয়ার ছেলে খলিলুর রহমান সোহাগ।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর র‌্যাব-৮ এর অভিযানিক দল সোমবার রাত ১২টার পর গৌরনদী উপজেলার কসবা ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালে পিকআপের কাঠের আলমিরার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপ চালকসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়, যারা বরিশালের মাদক ব্যবসায়ীদের কাছে এই গাঁজা পৌঁছাতে এসেছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরে এই রুট ব্যবহার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে অপরাধীদের হাতে নত হয়ে থাকা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা এবং তারা দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করত।

এ ঘটনায় গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় গৌরনদী এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের ব্যাপক নেটওয়ার্ক সম্পর্কে এক নতুন চিত্র উঠে এসেছে। স্থানীয় জনগণও র‌্যাবের কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। র‌্যাবের এই অভিযান মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী এবং র‌্যাবের যৌথ উদ্যোগে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও ব্যাপক আকারে চলতে থাকবে, যাতে গৌরনদীসহ আশপাশের এলাকায় মাদক পাচার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যায়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad