দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা

 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে চলা ভেজাল বিরোধী অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পয়সারহাট বাজারে অনুষ্ঠিত এই অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

অভিযানের সময় পয়সারহাট বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে মধু মিষ্টান্ন ভান্ডার ও শহীদ মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়, মিলন ষ্টোরকে ২ হাজার, মা বানিজ্য ভান্ডারকে ৫ হাজার এবং হালদার ষ্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad