দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয়ে ১৫২ কেজি পোনা মাছ অবমুক

আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয়ে ১৫২ কেজি পোনা মাছ অবমুক্ত

 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

গতকাল (বুধবার) সকালে উপজেলার নির্বাচিত একটি জলাশয়ে ৩৮ কেজি করে পাবদা, গুলশা, টেংড়া ও শিং — এ চার প্রজাতির মোট ১৫২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুফলভোগী এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মৎস্য কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং প্রান্তিক জেলেরা এর সুফল পাবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad