
নয়ন দাশ (চন্দনাইশ)
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে, দিয়াকুল ব্লকে প্রায় ২০০ একর কৃষি জমি আছে, এর মধ্যে শাক সবজি চাষাবাদ হয় ৫০ একর ও ধান চাষাবাদ হয় ১৫০ একর। দিয়াকুল ব্লকে বোরো ধানের পানির সেচ স্কীম আছে মোট ৬টি। এর মধ্যে ৩টি সেচ স্কীমের, স্কীম ম্যানেজারা কৃষকদের থেকে অতিরিক্ত টাকা দাবি করায়। গত মঙ্গলবার ৩১ শে ডিসেম্বর ৩ টি সেচ স্কীমের কৃষকরা ও কমিটি সহ অভিযোগ নিয়ে যায় , বর্তমান দায়িত্বপ্রাপ্ত দোহাজারী পৌরসভার প্রশাসক জনাবা ডিপ্লোমেসি চাকমার কাছে। ওনি তাৎক্ষণিক দোহাজারী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকতা জনাব সৈকত বড়ুয়াকে লিখিত ভাবে জানান স্কীম ম্যানেজার ও কৃষকদের সাথে বসে আগামী মঙ্গলবার ০৭ জানুয়ারী প্রতিবেদন জানাতে বলেন। দোহাজারী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকতা জনাব সৈকত বড়ুয়া দিয়াকুল ব্লকের লীট র্ফামার নয়ন দাশ কে দিয়াকুলের সকল কৃষকে ও স্কীম ম্যানেজারদের বুধবার ০১ জানুয়ারী বিকেল ৪টার সময় দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজের মাঠে উপস্থিত করার দায়িত্ব দেন। দিয়াকুল ব্লকের লীট র্ফামার নয়ন দাশের নেতৃত্বে দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজের মাঠে বিকেল ৪ টার সময় সকল কৃষক ও স্কিম ম্যানেজারদের উপস্থিত করেন।
ওখানে আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা LDP সভাপতি লেয়াকত আলী ও মো:শাহ আলম রুবেল, উপসহকারী কৃষি কর্মকতা জনাব সৈকত বড়ুয়া, বিএডিসি উপসহকারী কর্মকতা জনাব মো: শামীম ও মো: মাহফুজ উদ্দীন মাহিন, লীট র্ফামার নয়ন দাশ এবং দিয়াকুলের স্কীম কমিটির মো: মফিজুর রহমান, মো: সোহেল,মো: আব্বাস,জাপান বড়ুয়া, নির্মল বড়ুয়া সহ সকল সদস্য বিন্দু এবং সকল কৃষকরা ও সকল স্কীম ম্যানেজারাদের উপস্থিতিতে সকলের আলোচনা সমালোচনা শেষে, সকল স্কীম ম্যানেজারদের কে খানি প্রতি দাম নির্ধারিত করে দেন, কামাল ২০০০ টাকা, ইদ্রিস ২২০০ টাকা, বিধন ২৪০০ টাকা।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
গৌরনদী-আগৈলঝাড়া ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
খাল পুনঃখনলে ব্যাপক অনিয়ম ও দুনীতির প্রতিবাদে গৌরনদীতে কৃষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত