
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদীতে আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (প্রস্তাবিত) উদ্যোগে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়ির উঠানে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোসা. রিনা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবস পালন উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন আরডব্লিউ টিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (প্রস্তাবিত) সাদাকো-হাকন আইসিইজি লিঃ এর চেয়ারম্যান এইচ.এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এসএম আবুল কালাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল। মো. ফরিদ হোসেন’র সঞ্চালনায় সভায় বক্তব্য সমাজ সেবক মো. আবুল ফয়েজ সরদার, মো. আবদুস ছালাম, তালুকদার, মো. আলী হোসেন মো. আলÑআমীন-প্রমূখ। শেষে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার, বিশ্ব শান্তিতে নোবেল প্রাপ্ত প্রধান উপদেস্টা ড.ইউনুস ও আগস্টে শহীদ বরনকারী সকল ছাত্র-জনতার জন্য দোয়া কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত