দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

রাজধানীতে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ।

হোসেন আলী আকাশ (ঢাকা)   সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলেন পল্টন মডেল থানা পুলিশ। ‘দৈনিক ভোরের ঠিকানা’ এর প্রতিনিধি হোসেন আলী আকাশ এর এক জিজ্ঞাসাবাদে পল্টন মডেল থানার পুলিশ কর্মকর্তা জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. হতে ০১ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত ৩০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে পল্টন মডেল থানার এসআই নাজমুল হাছান ও এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা রাখে।

গতকাল বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ নাসিরুল আমিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান সেখের উপস্থিতিতে উদ্ধারকৃত ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে দেয়।

মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad