
দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুইটি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১ এপ্রিল) প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে এ দুর্ঘটনা ঘটে। এরপরই প্লেন দুইটি দক্ষিণাঞ্চলের শহর সাচিনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। কিন্তু নিহতদের পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে তিনটি হেলিকপ্টার, ২০টি যানবাহন ও কয়েকডজন জরুরিকর্মী ঘটনাস্থানে পাঠানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
এদিকে দেশটির বিমানবাহিনী দুইটি কেটি-১ প্রশিক্ষণ প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছে। তবে এক বিবৃতিতে জানানো হয়, হতাহতের বিষয়টি নিশ্চিতের চেষ্টা চলছে। কেটি-১ প্লেনগুলো দুই সিটের বলেও জানানো হয়।
তবে কি কারণে প্লেন দুইটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শহরে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। সে সেময় দেশটির বিমানবাহিনীর একজন পাইলট নিহত হন।
More Stories
মহান মে দিবস উপলক্ষে বাজিতপুরে বিশাল র্যালি অনুষ্ঠিত
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।
গৌরনদীর ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত