
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ইয়াবা সহ বিক্রেতা শিপন গাজীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃত শিপন উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আনোয়ার গাজীর ছেলে। রোববার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে শনিবার বিকেলে পিঙ্গলাকাঠী এলাকায় অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর ওইদিন সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
More Stories
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ