দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

কেন্দ্রীয় বিএনপি নেতার উদ্যোগে গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের খোঁজ কেউ নেয় না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজখবর নেওয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের আয়োজনে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় ইফতার ও দোয়া-অনুষ্ঠান পূর্ব আলোচনা সভা গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মীসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad