দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে বাস চাঁপায় শিশু নিহত \ বিক্ষুব্ধ জনতা দিলো বাসে আগুন

গৌরনদী প্রতিনিধি
মায়ের সাথে দেখা করতে এসে নানার হাত ধরে মহাসড়ক পারাপারের সময় ইয়াসিন সিকদার (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় নিহত শিশুর নানা মজিবর রহমান গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফারির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মোঃ সুমনের ছেলে। নিহতের স্বজনরা জানান, গত তিনদিন আগে বাটাজোর এলাকার এক যুবকের সঙ্গে পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর রহমান নাতী ইয়াসিনকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তবে মায়ের সাথে দেখা করার আগেই বাস চাঁপায় শিশু ইয়াসিনের মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মাহেন্দ্রা থেকে নেমে নানার হাতধরে রাস্তা পারপারের সময় বরিশালগামী হাওলাদার নামের একটি লোকাল বাস শিশু ইয়াসিনকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার নানা গুরুত্বর আহত হয়। এঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে বাসে আগুন দেওয়ার আগেই চালক-হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে যায়। অপরদিকে রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের দক্ষিণ বাটাজোর এলাকায় কিংস পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমূখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে বৃদ্ধ মজিবর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই চালক-হেলপাড় পালিয়েছে। পৃথক দূর্ঘটনা কবলিত যানবাহন আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad