
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গৌরনদী উপজেলার পিংলাকাঠি গ্রামের মৃত আ. খালেক সরদারের ছেলে আলামিন সরদার (৩৭), যশোর জেলার কোতোয়ালী থানার সংকরপুর এলাকার আশ্রাম রোডের মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয় (৩০), একই এলাকার লোকমান হাওল্দাারের ছেলে ইয়াসিন আরাফাত (২৭), বরিশাল নগরীর বন্দর থানার চরকেউটিয়া এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান (৪৮), জীবন খান (৩৬)। বুধবার ভোররাত (মঙ্গলবার দিবাগত রাত) সাড়ে ৪টার দিকে উপজেলার আশোকাঠি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ধাওয়া করে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীার রাতে উপজেলার আশোকাঠি গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে জিন্নাত আলী হাওলাদারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্ততি গ্রহন করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের ণৈশ টহলদল বুধবার ভোররাত (মঙ্গলবার দিবাগত রাত) ৪টার দিকে আশোকাঠি গ্রামে ঢাকা -বরিশাল মহাসড়কে জিন্নাত আলী হাওলদারের বাড়ির সমনে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে রামদা, ডেগার, চাকু ও ডাকাতির সরঞ্জামাদিসহ আলামিন সরদার (৩৭), রিয়াজ হোসেন হৃদয় (৩০), ইয়াসিন আরাফাত (২৭), আসাদুজ্জামান তুহিন খান (৪৮), জীবন খান (৩৬)কে গ্রেফতার করে। এ ব্যাপারে থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে আটককৃত ৫জনসহ ৬ জানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ধারায় বুধবার দুপুরে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ওই ৫ ডাকাতকে গতকাল বুধবার দুপুরে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ওসি ইউনুস মিয়া জানান।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর