
নিজস্ব প্রতিবেদক :
পরিবারের একের পর এক শোক সইতে না পেরে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে শনিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ফায়ার ফাইটার রফিকুল ইসলাম (৩২)। এক সন্তানের জনক নিহত রফিকুল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। নিহত রফিকুল পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন রফিকুল ইসলাম। শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বাঁশ বাগানে সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি তার ছোট ভাই সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এরপূর্বে তার বোন মৃত্যুবরণ করেন। ভাই-বোনের মৃত্যুর পর থেকেই রফিকুল ইসলাম অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর