
নিজস্ব প্রতিবেদক
বিদেশ নেয়ার কথা বলে অভিনব কায়দায় প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েচ্ছে নাটোরের মোঃ জয়নুল আবেদীন খান (৩৯), পিতা-মোঃ আবুস সামাদ খান।
সর্বশেষ বিদেশ যাওয়ার প্রলোভনে পড়ে ২ লাখ ৩৯ হাজার টাকা খুইয়েছেন মোঃ জুয়েরুল ইসলাম (৪১), পিতা-মোঃ মোশারেফ হোসেন, সাং- জালকুড়ি পশ্চিমপাড়া (আবদুল মালেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ
জয়নুল আবেদীন খানসহ চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় অফিস নিয়ে বসে। তারা নিজেদের পরিচয় দেন তিনি বিভিন্ন দেশের অনেক বড় ম্যান পাওয়ার ব্যবসায়ী। যে কোনো সময় তারা বিদেশে লোক পাঠাতে পারে, যাকে যখন যে ব্যবসায় প্রলুব্ধ করা যায়, সেই ব্যবসার নাম বলেন তারা। বহুমাত্রিক ব্যবসার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এবিষয় হাতিরঝিল থানা, ডিএমপি ঢাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ জুয়েরুল ইসলাম (৪১), পিতা-মোঃ মোশারেফ হোসেন, সাং- জালকুড়ি পশ্চিমপাড়া (আবদুল মালেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ
উল্লেখ মোঃ জয়নুল আবেদীন খানকে হাতিরঝিল পাড় এলাকায় পাইয়া আমি আমার টাকা কথা বলাতে আমার উপরে খিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বড় ধরনের ক্ষতি করা সহ প্রান নাশের হুমকী প্রদান করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা নেয়া হবে
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ