দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার রাইস মিলে অভিযান গ্রেফতার-২

রাজীব ইসলাম তারীম:
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর মালিকানাধীন এলাহী এগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় মিলের কর্মচারী উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধাণের ছেলে শাহিনুর প্রধাণ (২৭)কে গ্রেফতার করা হয়। সোমবার সকালে উপজেলার বার্থী গ্রামে এলাহী এগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে ধারাল ওই দেশীয় অস্ত্র উদ্ধার ও ২ কর্মচারীকে গ্রেফতার করেন যৌথবাহিনী। বিষয়টি গৌরনদী ধানার ওসি মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাহী এগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথ ভাবে সোমবার সকালে বার্থী এলাহী এগ্রো অটোরাইস মিলে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর উপ¯ি’তি টের পেয়ে ফরহাদ মুন্সী পালিয়ে যায়। এরপর মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে আ’লীগের নেতা ফরহাদ হোসেন মুন্সী ও গ্রেফতারকৃত ২ কর্মচারীকে আসামি করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ২ জনকে দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad