দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

রায়পুরায় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

সাদ্দাম উদ্দীন রাজ( নরসিংদী) 

 

নরসিংদী রায়পুরায় পিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার(১৬ ডিসেম্বর)দুপুরে উপজেলার পীরপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরপুরের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সাবেক ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, মির্জাপুর ইউপি সদস্য আঙ্গুল মিয়া, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মালেক মিয়া, ওয়ালিউর রহমান, আব্দুল মালেখ মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জুয়েল প্রমূখ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, পিরপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শ ২ জন শিক্ষার্থী ৬ জন শিক্ষক ধারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি ইতিমধ্যে উপজেলা জেলা বিভাগিয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে। স্কুলের শিক্ষার্থীরা উপজেলা জেলা বিভাগিয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরুষ্কিত হয়ে সুনাম অর্জন করে আসছে। সর্বোপরি বিদ্যালয়টির কার্যক্রমে প্রশংসায় পঞ্চমুখ। এ বছর ৫ম শ্রেণী থেকে বিদায় নিয়েছে ৩০ জন শিক্ষার্থী। তাদেরকে পুরুষ্কারের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad