
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ আলম চাঁদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম রঞ্জন হালদার, ডাঃ অর্ণব সাহা, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ রায়হান আলম, ডাঃ শিশির কুমার গাইন, ডাঃ অংকুর কর্মকার, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬শ ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯শ ১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর