দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র মনোনয়নপত্র গৌরনদীতে দাখিল

বি এম মনির হোসেনঃ-

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে তার পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ২৯ নভেম্বর বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ্ খানের কাছে মনোয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র একান্ত সচিব মোঃ খাইরুল আলম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুতফুর রহমান দিপসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৩০৩জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১৭২৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩১৮৫২জন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad