
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বীজতলায় নিজের দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে ইউপি সদস্যর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত কৃষকের লাশ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুহাম্মদ জহিরুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান- আগামী ইরি-বোরো মৌসুমের জন্য বীজতলা তৈরী করেন গৈলা গ্রামের ৬নং ওয়ার্ডের সদস্য মানিক সরদারের বড় ভাই আব্দুল হালিম সরদার। ইঁদুরে বীজতলা নস্ট করায় ঈঁদুর তাড়াতে তিনি বীজতলার চারদিকে বিদ্যুতায়িত করেন। ২৮ নবেম্বর মঙ্গলবার রাতে ওই বীজতলায় গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই হালিম সরদার (৮০) মারা যান। স্বজনেরা লাশ দেখতে পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশকে খবর দিলে
ঘটনাস্থলে এসআই নূরে আলম সিদ্দিক সহ সংগিও ফোঁস পাঠাই ঘটনাস্থল থেকে মৃত কৃষক হালিম সরদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় ২৯ নবেম্বর বুধবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত কৃষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর