
নিজস্ব প্রতিবেদনঃ-
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা তৃণমুল পর্যন্ত পৌঁছে দিতে হবে – তৃণমুল নেতৃবৃন্দর সাংগঠনিক সভায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমুল নেতা-কর্মীদের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ – এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন যেমন তৃণমুল পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে; তেমনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায়, দুস্থ ও শ্রমজীবিদের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের সুফলের বার্তাও উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত তৃণমুল জনগনের কাছে পৌঁছে দিতে হবে। এই উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সবার দ্বায়িত্ব।
বর্তমান সরকার দেশের সমস্টিক উন্নয়নের সাথে সবার জন্য খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমুল পর্যায়ে দরিদ্র জনগোষ্টিসহ মধ্যবিত্ত সকলকে সম্পৃৃক্ত করেছেন, তেমনি ওই সকল জনগোষ্ঠিকে সরকারের সামগ্রীক উন্নয়নের বার্তা সর্বত্র পৌঁছে দিতে নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দদের সাথে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নবেম্বর শনিবার বিকেলে মন্ত্রীর সেরাল গ্রামস্থ বাড়িতে রাজিহার ইউনিয়নের সাংগঠনিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন নির্বাচনে নেতা-কর্মীদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
উপজেলার পাঁচটি ইউনিয়নের তৃণমুল নেতৃবৃন্দর সাথে পূর্ব নির্ধারিত সাংগঠনিক সভার শেষ দিনে রাজিহার ইউনিয়নসহ নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেম্বর ও সংশ্লিষ্ঠ ইউনিয়নের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে ধারাবাকিভাবে বাকাল, বাগধা, রত্নপুর ও গৈলা ইউনিনের সাংগঠনিক সভা অনুুিষ্ঠত হয়।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর