দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালের আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ই নভেম্বর এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।

পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশালের গৌরনদীতে অবস্থিত আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতাল। এ উপলক্ষ্যে হাসপাতাল কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্পণ করা হয়।

পরে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালের চেয়ারম্যান মোঃ খোকন মুন্সির নেতৃত্বে মাথায় ও হাতে বিভিন্ন লেখা সম্মেলিত প্লাকার্ডসহ গাড়িবহরে করে একটি র‌্যালী নিয়ে উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন হাসপাতালে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশার জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি বরিশাল -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

এছাড়াও গৌরনদী উপজেলা যুবলীগ সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান। ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সিসহ অন্যান্যরা।

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad