দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

অনিয়মকে নিয়ম বানিয়ে খাল ভরাটের অনুমতি দিলো বরিশাল সওজ

 

স্টাফ রিপোর্টারঃ-

অনিয়মকে নিয়ম বানিয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মানের অনুমতি প্রদান করেছে বরিশাল সড়ক ও জনপদ বিভাগ। ঘটনায় ওই এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অনুমতি প্রদানের এই ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায়।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েক মাস পূর্বে খাঞ্জাপুর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা গিয়াস উদ্দিন তার বাড়ির সামনে জমিতে বালু ভরাটের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সরকারি খাল ভরাট শুরু করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে খাল ভরাট বন্ধ করে দেয়। তবে খালের সেই জমি সড়ক ও জনপদের অধীনে থাকায় সম্প্রতি খালের জমি লীজ নিয়ে পূনরায় ভরাট করার পাঁয়তারা শুরু করেছে গিয়াস। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরও বলেন, সরকার যেখানে অবৈধ দখলকৃত খাল উদ্ধারে তৎপর সেখানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগ অনিয়মকে নিয়ম বানিয়ে খাল ভরাটের অনুমতি দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সরকারি খাল রক্ষায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শণ করে গিয়াস উদ্দিনকে লীজ দেয়া হয়েছে। লীজের নিয়ম মেনে এবং খালের মধ্যে পাইপ কালভার্ট করার পর ভরাটের অনুমতি দেওয়া হয়েছে। পানি নিস্কাশনের জন্য খালের দরকার হলে তখন কি করা হবে জানতে চাইলে প্রকৌশলী অরুন কুমার বলেন, খালের আগের পরে আরো বাঁধ আছে এবং পানি নিস্কাশনের জন্য পাইপ কালভার্ট নির্মানের জন্য লীজে উল্লেখ করা হয়েছে। গিয়াস উদ্দিন কি কি কাজ করতে পারবে তা লিজের শর্তে উল্লেখ রয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad