দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার্স ঢাকার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ-

‘পুলিশ—জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে—২০২৩ উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কতৃর্ক রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিতে মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, বাংলাদেশ টুরিস্ট বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব জনাব মোঃ আবু তাহের মোঃ জাবের সহ ট্যুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ এবং কমিউনিটি সদস্য ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি রাজধানীর হাতিরঝিলের এফডিসি জেটি থেকে শুরু হয়।
বাংলাদেশে পর্যটন শিল্পের গুরত্ব অনুধাবন করে বর্তমান সরকার ট্যুরিস্ট পুলিশ গঠন করে। পর্যটন স্পটে দেশি—বিদেশী পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদান, তথ্য সেবা প্রদান এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের নিরলস পরিশ্রমে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে টুরিস্ট পুলিশ পর্যটকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad