
আজকের খবর ডেক্সঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আটমন মাংস জব্দ করে ওই ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৩ অক্টোবর সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন উপজেলার গৈলা বাজারে এই অভিযান পরিচালনা করেন। আদালতের পেশকার ভুমি অফিসের নাজির সোহেল আমিন জানান, উপজেলার সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু শিকদার সোমবার সকালে গোপনে অসুস্থ গরু জবাই করে তার মাংস গৈলা বাজারে তার দোকানে বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযান টের পেয়ে কসাই সেন্টু শিকদার পালিয়ে যায়।
অভিযানে কসাইর দোকানে ফ্রিজে রাখা এবং বিক্রির জন্য ঝুলিয়ে রাখা আটমন গরুর মাংস জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযুক্ত কসাই সেন্টু সিকদারের দোকান সীলগালা করে দিয়েছে আদালত। জব্দকৃত গরুর মাংস মাটি চাপা দিয়ে বিনস্ট করে দেয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাফিউল আলম।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর