দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

ব্রাজিলে প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন নিহত

ব্রাজিলে প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। যাদের মাঝে রয়েছে ৮ শিশু। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার ৬ সন্তান। ভূমিধসে বসতভিটা চাপা পড়ায় মৃত্যু হয় একই পরিবারের সাত সদস্যের। কাঁদামাটির নিচ থেকে জীবিত পাওয়া যায় চারজনকে। দুর্যোগে এখনও নিখোঁজ পাঁচজন।

গেলো দুদিনের তুমুল ঝড়বৃষ্টিতে ভেসে গেছে রিও ডি জেনেরিও শহর। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শহরটিতে এক কোটি ৭৫ লাখ মানুষের বসবাস। দুর্যোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। জনগণকে সর্বাত্মক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

গত ফেব্রুয়ারিতেই দেশটির পেত্রোপোলিস শহর দেখে প্রবল বন্যা ও ভূমিধস। যাতে প্রাণ হারান কমপক্ষে ২৩৩ জন। বর্তমান বন্যা ও ভূমিধসেও প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad