
এলাকার সার্বিক উন্নয়ন কাজ নিয়ে বরিশালের আগৈলঝাড়ার জনপ্রতিনিধি ও উপজেলা এলজিইডি বিভাগের সাথে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) মতবিনিময় সভা করেন।
আজ দুপুরে তার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরালস্থ বাসভবনে আগৈলঝাড়ার জনপ্রতিনিধি ও উপজেলা এলজিইডি বিভাগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন। উপজেলার উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেন এবং দলীয় নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেন। উপজেলার কোথায়ও উন্নয়ন কাজের প্রয়োজন হলে প্রকল্প দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুলীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার প্রমুখ।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর