দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

পাথরঘাটায় ২৭ লাখ রেনু পোনাসহ আটক ১১

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেলে বহন করা ৫০ ড্রামে ২৫ লাখ বাগদা রেনু পোনা ও ২ লাখ গলদার পোনা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ এপ্রিল) ভোরে উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন থেকে জব্দ করা হয়।

এ সময় পোনা বহনকারী ১১ জনকে আটক করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন বলেন, বিপুল পরিমাণ পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার কাঠালতলী ইউনিয়ন থেকে ১১টি মোটরসাইকেলে ৫০ ড্রামে ২৫ লাখ বাগদা রেণু পোনা, পাঁচটি কলসিতে ২ লাখ গলদা রেনু পোনা জব্দ করা হয়। এ সময় ১১ জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ১১ জনকে অবৈধ রেণু পোনা বহনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad