দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে ফিলিং স্টেশন দখল ও ব্যবসার মূলধন আত্মসাতের অভিযোগে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন।

গৌরনদী প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে একটি ফিলিং স্টেশন দখল ও ব্যবসার মূলধন আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মাঝি অভিযোগ করেন, ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিপক্ষরা তার মালিকানাধীন ফিলিং স্টেশন অবৈধভাবে দখল করেছে এবং ধার নেওয়া ৪০ লাখ টাকা ফেরত না দিয়ে তার পরিবারকে মিথ্যে মামলা সহ নানা ষড়যন্ত্রে ফাঁসিয়েছে।
উপজেলার কারিতাস হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝি বলেন, আরিফ ফিলিং স্টেশনের অর্ধেকেরও বেশি মালিকানা আমার ও আমার সন্তানদের। এই ব্যবসা পরিচালনার জন্য আমার মেঝ ছেলে হিরা মাঝির কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেওয়া হয়, যা ষ্ট্যাম্প চুক্তির মাধ্যমে প্রমাণিত। ব্যবসার আয়-ব্যয়ের হিসাব স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু হঠাৎই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সজিব মাঝি এবং টি.এম. তুহিনের যোগসাজসে প্রতিপক্ষ মো. হারুন বেপারী, তার মেয়ে পপি ও জামাতা আজমল সিদ্দিক সোহাগ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেদের ও নাতিদের কারাগারে পাঠিয়ে ফিলিং স্টেশনটি জোরপূর্বক দখল করে নেয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, উক্ত ফিলিং স্টেশনের মোট ৫৮ শতাংশ জমির মধ্যে মো. হারুন বেপারীর মালিকানা মাত্র ২.৩৮ শতাংশ। অথচ লাইসেন্স বা বিনিয়োগ ছাড়াই তিনি পুরো স্টেশনটি দখলে নিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে হারুন বেপারীর ভাই শরীফুল রহমান, ওয়াহীদ সম্রাট, বোন কহিনুর বেগম, হোসনেয়ারা বেগমও সালমা পারভীন উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, তার মেঝা ভাই হারুন তাদের পৈত্রিক সম্পত্তি নিজের দখলে নিয়ে রেখেছেন। বোনেরা যখন তাদের অংশীদারিত্ব দাবি করেন, তখন একাধিকবার হামলার শিকার হন।
কান্না জড়িত কন্ঠে মজিবুর রহমান মাঝি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এমন অন্যায় ও ষড়যন্ত্রে জড়ানো আমার জন্য অত্যন্ত অপমানজনক। আমরা ন্যায়বিচার চাই, প্রশাসনের হস্তক্ষেপ চাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বস্তুনিষ্ঠ তদন্ত ও সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে আমাদের পরিবার ন্যায়বিচার পাবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad