
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর ( দেলোয়ার হোসেন ফকির)নামে একজন নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ফকির সিংগা গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।
নিহতের ছেলে ফয়সাল ফকির জানিয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাগবিতন্ডা হয়।
এসময় তার ছোট চাচি(জাহাঙ্গীরের স্ত্রী) সাথী বেগমের হামলায় ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন।
গৌরনদী মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতন্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আগামীকাল রবিবার সকালে মরদেহ মর্গে প্রেরণ কবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর