
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ভিজিএফ শ্লিপ বিতরণ করায় পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্করের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও তাকেসহ পরিবারের ৩ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুুগ্ম-আহবায়ক আব্দুল রহিম বেপারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকায় বিএনপি কামাল লস্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্কর অভিযোগ করে বলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আমাকে ভিজিএফের ১০০টি শ্লিপ বিতরণ করতে দেয়। আমি উক্ত শ্লিপ এলাকার গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করি। পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম বেপারী ও তার ১০/১৫ সহযোগী শনিবার বেলা সাড়ে ১০টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে তাকে (রহিম) না জানিয়ে কেন ভিজিএফের শ্লিপ বিতরণ করেছি। এ নিয়ে আমার সাথে রহিম বেপারীর বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আব্দুর রহিমের নেতৃত্বে হামলা চালিয়ে আমাকে মারধর করে। এ সময় আমাকে উদ্দারের জন্য আমার স্ত্রী রুমানা ইসলাম রুমা (৩৫) ও মেয়ে দশম শ্রেনীর ছাত্রী এরাবিয়া ইসলাম সিনহা মনি (১৫)কে মারধর করে তারা। এ সময় তারা বাড়ির মালামাল ভাংচুর করে একটি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ব্যাপারে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী লোকমান আকনসহ শ্লিপ না পাওয়া এলাকার গরীব ১০/১৫ নারী-পুরুষকে সঙ্গে নিয়ে আমি বিষয়টি জানার জন্য বিএনপি নেতা কামাল লস্করের বাড়িতে যাই। এ সময় সে গরীব ও দুস্থ ওই লোকদের ওপর চড়াও হয়ে তাদের সাথে অসদাচরন করেন। গরীবদের নিয়ে আমি ওই বাড়ি থেকে চলে আসলে তার (কামাল) সহযোগীরা বাড়িতে ভাংচুর ও লুটপাটের নাটক সাজিয়ে আমার উপর দায় চাপাচ্ছে। খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপির ১০/১৫ নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা পায় নাই।
গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর