দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর \ আহত-৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ভিজিএফ শ্লিপ বিতরণ করায় পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্করের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও তাকেসহ পরিবারের ৩ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুুগ্ম-আহবায়ক আব্দুল রহিম বেপারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকায় বিএনপি কামাল লস্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
পৌর বিএনপির সিনিয়র সদস্য কামাল লস্কর অভিযোগ করে বলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আমাকে ভিজিএফের ১০০টি শ্লিপ বিতরণ করতে দেয়। আমি উক্ত শ্লিপ এলাকার গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করি। পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম বেপারী ও তার ১০/১৫ সহযোগী শনিবার বেলা সাড়ে ১০টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে তাকে (রহিম) না জানিয়ে কেন ভিজিএফের শ্লিপ বিতরণ করেছি। এ নিয়ে আমার সাথে রহিম বেপারীর বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আব্দুর রহিমের নেতৃত্বে হামলা চালিয়ে আমাকে মারধর করে। এ সময় আমাকে উদ্দারের জন্য আমার স্ত্রী রুমানা ইসলাম রুমা (৩৫) ও মেয়ে দশম শ্রেনীর ছাত্রী এরাবিয়া ইসলাম সিনহা মনি (১৫)কে মারধর করে তারা। এ সময় তারা বাড়ির মালামাল ভাংচুর করে একটি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ব্যাপারে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী লোকমান আকনসহ শ্লিপ না পাওয়া এলাকার গরীব ১০/১৫ নারী-পুরুষকে সঙ্গে নিয়ে আমি বিষয়টি জানার জন্য বিএনপি নেতা কামাল লস্করের বাড়িতে যাই। এ সময় সে গরীব ও দুস্থ ওই লোকদের ওপর চড়াও হয়ে তাদের সাথে অসদাচরন করেন। গরীবদের নিয়ে আমি ওই বাড়ি থেকে চলে আসলে তার (কামাল) সহযোগীরা বাড়িতে ভাংচুর ও লুটপাটের নাটক সাজিয়ে আমার উপর দায় চাপাচ্ছে। খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপির ১০/১৫ নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা পায় নাই।
গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad