
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সরকারী নির্দেশ অমান্য করে সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখায় সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে একবছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সাইফুল বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, উপজেলার সাকোকাঠী বাজারে সরকারী জমি দখল করে দোকান নির্মাণ করে আসছিলো যুবক সাইফুল। এনিয়ে তাকে একাধিকবার নিষেধ করা হয়। বুধবার বিকেলে সরকারী নির্দেষ অমান্য করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে অভিযান চালিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ধারায় তাকে একবছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, দন্ডপ্রাপ্তকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর