দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে সরকারী বাঁধা উপেক্ষা করে দোকান নির্মান, যুবকের এক বছরের দন্ড

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সরকারী নির্দেশ অমান্য করে সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখায় সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে একবছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সাইফুল বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন জানান, উপজেলার সাকোকাঠী বাজারে সরকারী জমি দখল করে দোকান নির্মাণ করে আসছিলো যুবক সাইফুল। এনিয়ে তাকে একাধিকবার নিষেধ করা হয়। বুধবার বিকেলে সরকারী নির্দেষ অমান্য করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে অভিযান চালিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ধারায় তাকে একবছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, দন্ডপ্রাপ্তকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad