
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জামাল শিকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাত (রোববার দিবাগত রাত) ৪টার দিকে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন গ্রামের আম গাছ থেকে তার (জামাল) লাশ উদ্ধার করা হয়। সে (জামাল) ওই গ্রামের মৃত অজেদ শিকদারের ছেলে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে আম গাছে ঝুলন্ত অবস্থায় জামাল শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর