গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জামাল শিকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাত (রোববার দিবাগত রাত) ৪টার দিকে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন গ্রামের আম গাছ থেকে তার (জামাল) লাশ উদ্ধার করা হয়। সে (জামাল) ওই গ্রামের মৃত অজেদ শিকদারের ছেলে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে আম গাছে ঝুলন্ত অবস্থায় জামাল শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |